চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা মাঠের জিকে ক্যানেলের পাড় থেকে রাশিদুল হক নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আলমডাঙ্গা ও সদর থানা পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে। এর আগে জনতার হাতে সন্দেভাজন খুনি আলমডাঙ্গার শাহাবুল ও রুহুল আটক হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদেরকে। নিহত রাশিদুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে। তিনি থাকতেন আলমডাঙ্গার বালিয়ারপুর গ্রামের শ্বশুর আশাদুল হকের বাড়িতে।

আলমডাঙ্গার সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এএসআই বায়েজিদ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বলিয়াপুরের শাহাবুল ও সোনাতনপুরের রাহুল বদরগঞ্জ বাজারে আফান আলীর কছে একটি ব্যাটারি চালিত ভ্যান পাঁচ হাজার টাকায় বিক্রি করে। কিন্তু ব্যাটারির চার্জার চাইলে শাহাবুল ও রুহুল অসংলগ্ন কথাবার্তা চলতে থাকে। বিষয়টি সন্দেজনক হওয়ায় তাদের আটকে রেখে সিন্দুরিয়া ক্যাম্পে খবর দেয়।

পরে তাদেরকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা যাত্রীবেশে রাশিদুলের ভ্যান ভাড়া নিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা ও গুম করে রাখার কথা স্বীকার করে। পরে গভীর রাতে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানা যৌথ ভাবে মাটির তলায় পুঁতে রাখা লাশটি উদ্ধার করে। আজ বধুবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এব বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

(টিটি/এএস/আগস্ট ০৩, ২০১৬)