মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর উপজেলায় নতুন-নতুন এলাকা প্লাবিত হয়েছে।

পদ্মার পানি অপরিবর্তিত অবস্থায় বিপদসীমার ৫৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, আড়িয়াল খাঁ নদের ভাঙনে সন্ন্যাসীরচর, নিলখি ও শিরুয়াইল ইউনিয়নের বাড়িঘর এবং পদ্মার ভাঙনে চরজানাজাত, কাঠালবাড়ির ৪শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে শতশত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। শিবচরের ৬ ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।

সরকারি কোন সাহায্য-সহযোগিতা এখন পর্যন্ত দেওয়া হয়নি। দূর থেকে কাউকে আসতে দেখলেই ভাঙ্গন কবলিতরা ভাবে এ বুঝি কেউ আমাদের জন্য সাহায্য নিয়ে আসছে। চরজানাজাত ও কাঠালবাড়ি ইউনিয়নের বানভাসিদের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক মহিলা ও শিশুদের দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে দেখা গেছে। নদী ভাঙ্গন ও বন্যা কবলিত চরাঞ্চলের মানুষ গবাদীপশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।

সন্ন্যাসীরচর ইউনিয়নের পুর্ব সন্ন্যাসীরচর গ্রামের নদীগর্ভে বিলীন হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের আনোয়ার চৌকিদার বলেন, “এ পর্যন্ত কোন সাহায্য পাইনি। আমার সাজানো ভিটে-বাড়ি ও ৬ বিঘা ফসলী জমি আড়িয়াল খাঁ গ্রাস করেছে। আমি এখন সবকিছু হারিয়ে সর্বশান্ত।” শুধু আনোয়ার চৌকিদার নয়, এমন শতশত ক্ষতিগ্রস্থ পরিবার ত্রাণের প্রতিক্ষায় আছে।

(এএসএ/এএস/আগস্ট ০৩, ২০১৬)