স্পোর্টস ডেস্ক, ঢাকা : নিজের দেশ শ্রীলঙ্কার হয়ে বাজি ধরার মতো সাহস তাঁর ছিল না টি-২০ বিশ্বকাপের ফাইনালে। উল্টে বিপক্ষ দলের হয়েই ৩০০ ডলারের বাজি ধরেছিলেন শ্রীলঙ্কার এক ফল বিক্রেতা।

কিন্তু গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল খেলে আসা ধোনিরা যে ফাইনালে এভাবে মুখ থুবড়ে পড়বেন তা স্বপ্নেও ভাবেননি ওই ব্যক্তি। তাই ভারতীয়রা ম্যাচ হারার পর নিজের এতগুলো টাকা হারানোর শোক আর নিতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।


সংবাদসংস্থা এএফপি-কে শ্রীলঙ্কার এক পুলিশ অফিসার জানিয়েছেন, ‘ গামাফা শহরের বিক্রেতার কাছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারতের পক্ষে টাকা লাগান তিনি। ওখানে বসেই ম্যাচও দেখেন। কিন্তু শ্রীলঙ্কা যে শেষপর্যন্ত ম্যাচ জিতে যাবে, তা একেবারেই ভাবেননি ওই ফল ব্যবসায়ী।’



এই নিয়ে নাকি দ্বিতীয়বার ভুল দলের উপর বাজি ধরেছিলেন তিনি৷ এর আগে ২০১২ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার উপর ১১০০ ডলার বাজি ধরেছিলেন তিনি। কিন্তু সেবারও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায়। ফলে দু’দুবার টাকা হারানোর শোক সহ্য করা তাঁর পক্ষে আর সম্ভব হয়নি।

(ওএস/পি/এপ্রিল ০৮,২০১৪)