টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, চলতি বন্যায় দেশের কোন বর্ন্যাত মানুষ না খেয়ে থাকেনি  এবং কেউ না খেয়ে থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যাদুর্গতদের পাশে তাদের ভোটে নির্বাচিত সরকার রয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। বন্যা শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করা হবে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে টাঙ্গাইলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বুধবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুর বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

ডাঃ দীপু মনি আরো বলেন, যারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ করছে তারা ইসলামের শত্রু, তারা দেশের শত্রু। সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে জঙ্গীদের নির্মুল করতে হবে।
অনুষ্ঠানে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ত্রান সামগ্রী তুলে দনে নেতৃবৃন্দ।

আগামী ৩দিন বাংলাদেশে আওয়ামীলীগের এই টিম টাঙ্গাইল জেলার বন্যাকবলিত সকল উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন।

(এমএনইউ/এএস/আগস্ট ০৩, ২০১৬)