চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : লিচুতে ফরমালিন পাওয়ায় বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে জেলা শহরের কেন্দ্রে নিউমার্কেটের সামনে ফলের স্থায়ী দোকানগুলোতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান ও জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর তাজের হেসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

তারা মেশিনের সাহায্যে লিচু ফলের ফরমালিনের মাত্রা নির্নয় করে এবং ৭টি ঝুড়িভর্তি প্রায় ১১ হাজার লিচুতে নির্ধারিত মাত্রার চাইতে অনেক বেশি ফরমালিন পায়। এর বেশির ভাগই দিনাজপুর থেকে আমদানিকৃত লিচু বলে বিক্রেতারা দাবি করেন।
এরপর সন্ধ্যায় নিউমাকের্টের সামনেই শত শত জনতা ও সাংবাদিকের উপস্থিতিতে লিচুগুলো জব্দ করে গাড়ির চাকায় পিষে নষ্ট করা হয় এবং এর বিক্রেতা আব্দুস সাত্তারকে (৩৫) ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের ছ(ক) ধারাতে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
(ওএস/এএস/জুন ১০, ২০১৪)