ভোলা প্রতিনিধি : বিপুল পরিমাণে গ্যাস মজুদ থাকায় ভোলায় স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ইকোনমিক জোনের জন্য ইতোমধ্যে জমি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার সকালে বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি (বেজা) র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীসহ বাণিজ্যমন্ত্রী ভোলার ভেদুরিয়া এলাকায় স্পেশাল ইকোনিমিক জোনের জন্য নেয়া জমি পরির্দশন ও সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা-বরিশালের মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনাও নেয়া হয়েছে। নৌ ও সড়ক পথে যোগাযোগ স্থাপিত হলে, ভোলার গ্যাস ভিত্তিক শিল্পয়ানে আর কোনো বাধা থাকবে না। বিদেশি বিনিয়োগকারীরাও ভোলায় শিল্পায়নে আগ্রহ প্রকাশ করছে।

এছাড়া মন্ত্রী ভেদুরিয়ায় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশেও বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার খন্দকার মোকতার হোসেন ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

পরে মন্ত্রী ভোলায় গ্যাস ভিক্তিক ২৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৬)