রাজশাহী প্রতিনিধি : ঢাকার সাভার থেকে নিখোঁজ দুই শিশুকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে উদ্ধার করা হয়েছে।

এরা হলো- সাভারের কলমা শহরের আকতার আলীর মেয়ে বৈশাখী খাতুন রিয়া (১২) ও একই এলাকার হযরত আলীর মেয়ে রকিয়া ইয়াসমিন (১৩)।

তারা দুইজনই সাভারের ক্রিয়েটিভ মডেল একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

উদ্ধারের পর তাদের পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, পাচারকারীদের কবল থেকে শিশু উদ্ধারের খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহম্মেদ হাসপাতালে তাদের দেখতে যান।

এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসে ওই দুই শিশু আসছিল। সন্দেহ হলে ওই বাসের এক যাত্রী বিষয়টি পুঠিয়া উপজেলার বানেশ্বর হাইওয়ে পুলিশকে জানান।

এ সময় পুলিশ তাদের বাস থেকে উদ্ধার করে।

তাদের অসুস্থ মনে হওয়ায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

তারা দুইজনেই স্কুল ড্রেস এবং তাদের ব্যাগে বই ছাড়াও এক সেট করে পোশাক রয়েছে বলে জানান ওসি।

ওই দুই শিশুর বরাত দিয়ে ওসি আরো জানান, স্কুলের একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তি তাদের টিকিট দিয়ে বাসে তুলে দেয়। তবে সে ব্যক্তির নাম জানাতে পারেনি তারা।

কৌশলে তাদের অপহরণ করা হচ্ছিল বলে ধরণা করে ওসি বলেন, উদ্ধারের পর মোবাইল ফোনে তাদের বাবা-মা’র সঙ্গে কথা বলা হয়েছে।

রাতেই তারা সাভার থেকে পুঠিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)