জামালপুর প্রতিনিধি : ভারত থেকে ভেসে আসা বন্যহাতিটি উদ্ধারে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্ধারকারী দলের তৃতীয় দিনের উদ্ধার অভিযানও ব্যর্থ হতে চলেছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কালিবাড়ি চরে অবস্থান করা হাতিটি পানি থেকে ডাঙায় তোলার কোনো উপায় বের করতে পারেনি উদ্ধারকারী দল।

এতে করে শনিবার দুপুর ১২টা পর্যন্ত হাতিটি উদ্ধারে কোনো অগ্রগতি নেই।

উদ্ধার অভিযানে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধিদলের প্রধান অসীম মল্লিক বলেন, আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসছে না। হাতিটি পানিতে থাকার কারণে আমরা তাকে অচেতন করতে পারছি না।

তিনি জানান,কোনো পোষা হাতির সাহায্যে ওই হাতিকে পানি থেকে ‍ডাঙায় তুলে আনা যায় কি না সে পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতীয় ৩ সদস্যের প্রতিনিধিদলের প্রধান রিতেশ ভট্টাচার্য বলেন, হাতিটি উদ্ধারে আমরা এখন পর্যন্ত ব্যর্থ। তবে এ ব্যাপারে নিজ দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।

বন্যহাতিটি গত ২৮ জুন ভারতের আসাম থেকে পানিতে ভেসে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে আসে। এরপর সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন চর ঘুরে ২৭ জুলাই জামালপুরের সরিষাবাড়ীতে এসে অবস্থান নেয়।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০১৬)