পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-১ আসনের আলোচিত এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।

গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে পিরোজপুর জেলা ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এমপি এ কে এম আউয়াল সংবাদ সম্মেলন করা এবং রাতে ৭১ টিভি তে টকশো তে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু অভিযোগ করেন এমপি সাহেব ও তার ছেলে আব্দুর রহমানের ব্যাক্তিগত সব লোক জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে অর্ন্তুভূক্ত না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। একটি এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে তার নিজের পছন্দের আনারস মার্কার প্রার্থীর পক্ষে কাজ করা জন্য নির্দেশ ছিল এমপি সাহেবের। কিন্তু জেলা ছাত্রলীগ সে নিদের্শ না শুনে দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে কাজ করে। এতে চরম ভাবে ক্ষিপ্ত হয় এমপি আউয়াল সাহেব ও তার পরিবার। বাধা প্রাপ্ত হয় মনোনয়ন বাণিজ্য ।তাই জেলা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছেন এমপি আউয়াল।

ছাত্রলীগের সমান্তরালে ইউনাইটেড রয়েল ক্লাব নামে এমপির ছেলে আব্দুর রহমান একটি ক্লাব খুলে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐ ক্লাবের সদস্য হতে বাধ্য করতে চাইতেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে এমপি আউয়ালের ঢাকায় করা সংবাদ সম্মেলনে করা সব অভিযোগ কে মিথ্যা দাবী করে ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু বলেন ,জেলা ছাত্রলীগের একজনও স্বাধীনতা বিরোধী,খুনি, মাদকসেবী ও অছাত্র নেই।এছাড়া এমপির বক্তব্যকে মিথ্যা দাবী করে সকল দালীলিক প্রমান উপস্থান করা হয়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সানাউল্লাহ সানা, সুমন শিকদার, মেজবাহ উদ্দিন সাবু, মৃনাল দত্ত, জসিমউদ্দিন রায়হান,সোহেল উদ্দিন রুবেল, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বায়েজিদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল,শিবলী সাদিক তপু,মহাইমিনুর রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম সাজিদ, জাকির হোসেন লাবু, শিবলী রহমান শুভ, জুনায়েদ আহমেদ রাসেল, শেখ সালমান, ক্রীড়া সম্পাদক জুৃবায়ের রেজা পরাগ, দপ্তর সম্পাদক সুপান্থ হালদার, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অভিজিৎ রাহুল বেপারী, ছাত্রী বিষয়ক সম্পাদক মৌসুমী আফরিন লোপা, গণ শিক্ষা সম্পাদক মো: সাকিব হাসান, উপ- গণ শিক্ষা সম্পাদক আক্তারুজ্জামান সজীব সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।







(এআরবি/এস/আগস্ট০৬,২০১৬)