বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবম্ক্তু করা হয়েছে। শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তর উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর বিলে ৫‘শ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রধান অতিথি হিসাবে এ মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, রাখালগাছি ইউপি চেয়ারম্যান আবু শামীম আসনুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

(একে/এএস/আগস্ট ০৬, ২০১৬)