ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছ্নে। রবিবার সকালে উপজেলার বাগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ত্রিশাল উপজেলার মুক্তপুর গ্রামের কালাম (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮)।

ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ জানান, উপজেলার বাসিল গ্রাম থেকে হেটে তারা ভালুকা থানায় আসছিলেন। বাগড়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

তিনি আরো জানান, তারা ৩০-৩৫ বছর ধরে ভালুকা থানায় বাবুর্চির কাজ করতেন।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৬)