রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটে।

তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি বাগমারা থানা পুলিশ।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, পুলিশ ভোর রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।

বন্দুকযুদ্ধের পর অজ্ঞাত এক জেএমবি সদস্যকে গুলিবিব্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৬)