দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে বংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)কেন্দ্রিয় কমিটিতে কলমাকান্দা-দুর্গাপুর নির্বাচনী এলাকায় ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি‘র মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নবগঠিত কেন্দ্রিয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহ বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন রবিবার।

মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ জহিরুল আলম ভ্ইূয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সহ সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আসাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, যুবদল আহবায়ক গোলাম রাব্বী ভূইয়া নিশার, যুবদল নেতা মজিবুর রহমান, মাজাহারুল ইসলাম রিপন, নূর উদ্দিন আহাম্মেদ সৈকত, ছাত্রদল সভাপতি অসীম সাহা, ছাত্রদল নেতা হারুন-অর-রশীদ উজ্জ্বল প্রমুখ।


(এনএস/এস/আগস্ট ৭, ২০১৬)