গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের দখলকৃত ভুমি উদ্ধারের দাবিতে সোমবার দুপুরে মিলের আখচাষী ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মোতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, জিএম (অর্থ) নাজমুল হক, অধ্যাপক আবু তাহের প্রমুখ।

বক্তারা অবিলম্বে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধারে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১ জুলাই রংপুর চিনিকলের আখ সরবরাহের নিমিত্তে ব্যবহৃত সাহেবগঞ্জ ইক্ষু খামারের প্রায় শতাধিক একর জমি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়কে সামনে রেখে একটি কুচক্রী মহল দখল করে বসতি স্থাপন করে।

(এসআরডি/এএস/আগস্ট ০৮, ২০১৬)