জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মঙ্গলবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার বিকালে হলের দাবিতে আন্দোলনকারীদেরর পক্ষে হিসাব বিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মো. বদরুজ্জামানের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন হলের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০১৬)