দীর্ঘশ্বাস

স্বপ্নীল দু’চোখ বেয়ে যেদিন নেমেছিল
তার মুষ্টিবদ্ধ হাতে যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা

কত নিদ্রাবিলুপ্ত অন্ধকারে
চলেছিল কত পথ
জলা জঙ্গল ঝাড়খণ্ডের গ্রাম থেকে গ্রামান্তরে
আব্দুল রসিদ যুদ্ধ করতে করতে শহীদ হলো

তুই তো লড়েছিলি মানুষের জন্য
তুই তো মরলি মানুষের জন্য
তুই তো জিম্মা দিয়ে গেলি আমাদের
তুই কি মেঘের আড়াল থেকে আজ দেখছিস
আমরা কত হারিয়ে গেছি রসিদ

এদেশে মাটি যেন ধীরে ধীরে দু’দিকে যাচ্ছে সরে
আর মাঝখানে নতুন জলের প্রবাহ,
ধসছে মাটি,
ভাঙছে তার দু’পাড়
আর আমরা ভাসছি সেই জলে হে বন্ধু

তুই তো গেলি চলে লড়তে লড়তে
সেই কোন না ফেরার এক দেশে
আর আমাদের দিয়ে গেলি চির শোক
এবং দীর্ঘশ্বাস ।।