নিউজ ডেস্ক : ফেসবুক ছাড়া ইদানিং অনেকেই একটি দিনও কল্পনা করতে পারেন না। একদিন ইন্টারনেটে সমস্যা হলেই ফেসবুক না চালাতে পেরে হা-হুতাশ করতে থাকেন হয়তো আপনি নিজেও। মারাত্মক নেশায় পরিণত হয়েছে এখন ফেসবুক। প্রায় প্রতিদিনই বাড়ছে আমাদের ফ্রেন্ড সংখ্যা। সেই সঙ্গে যাদের ফলোয়ার অপশনটা অন করা আছে তাদের ফলোয়ারও বাড়ছে। কিন্তু ভেবে দেখেছেন কি, ফেসবুকে অতিরিক্ত বন্ধুর প্রভাব আপনার জীবনের উপর কীভাবে পড়ছে? জেনে নিন বেশ কিছু সমস্যা সম্পর্কে যেগুলোর সূত্রপাত আপনার ফেসবুকের অতিরিক্ত বন্ধুর কারণে হতে পারে।

প্রাইভেসির অভাব
আপনার ফেসবুকে যদি অতিরিক্ত ফ্রেন্ড কিংবা ফলোয়ার থাকে তাহলে আপনার প্রাইভেসির যথেষ্ট অভাব হবে। আপনি না চাইতেও আপনি কী করছেন না করছেন সেটা চেক ইন দিয়ে জানিয়ে দিতে পারে আপনার বন্ধুরা। আপনার খুব বিচ্ছিরি একটি ছবিও হয়তো আপনার কোনো বন্ধু দুষ্টামি করেই ফেসবুকে দিয়ে দিলো। এতে মাঝে মাঝেই আপনি বেশ বিব্রত এবং বিরক্ত হচ্ছেন। এভাবে প্রতি নিয়তই প্রাইভেসি সমস্যায় পড়ছেন আপনি।

নিরাপত্তার অভাব
ফেসবুকে নিরাপত্তার অভাবও হচ্ছেন অনেকের। যারা ফেসবুকের প্রাইভেসি সেটিং ঠিক মত বোঝেন না তাঁরা না বুঝেই অপরিচিত কিংবা স্বল্প পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে ফেলছেন নিজের ছবি। সেই ছবি গুলো পরবর্তিতে ব্যবহৃত হচ্ছে নানান অসৎ উদ্দেশ্যে। প্রাইভেসি সেটিংস বুঝলেও অনেক সময় দুয়েকজন ভুলে বাদ পরে যায় সেই সেটিংস থেকে। ফলে ঘটে নানান অঘটন।

অহেতুক খোঁচাখুঁচি
আপনার ফেসবুকে বন্ধু সংখ্যা যখন অনেক বেশি থাকে কিংবা ফলোয়ার বেশি থাকে তখন আপনার স্ট্যাটাস, ছবি অথবা ওয়ালে অনেকেই গায়ে পড়ে খোঁচাখুঁচি করে। বাতাসের সাথে ঝগড়া করার অভ্যাস আছে যাদের তাঁরা নিয়মিতই ফেসবুকে বাঁধিয়ে দিতে পারে আপনার সাথে অপ্রীতিকর ঝগড়া। ফলে অহেতুক ঝামেলায় পড়তে হয় আপনাকে।

ভুল বোঝাবুঝি
ফেসবুকের কারণে অনেকের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার বেস্ট ফ্রেন্ড হয়তো আপনাকে মেসেজ দিলো ইনবক্সে, কিন্তু অসংখ্য বন্ধুদের মেসেজের ভিড়ে তার ম্যাসেজটি দেখতে পান নি আপনি। আপনার বন্ধুটি আপনাকে ভুল বুঝবে এবং তার সাথে সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে সারা জীবনের জন্য।

মানসিক অশান্তি
ফেসবুকে বন্ধু সংখ্যা বেশি থাকলে আপনার মানসিক অশান্তিও বৃদ্ধি পাবে। বিভিন্ন বন্ধুর নানান রকমের নেতিবাচক পোস্ট আপনার হোম পেজে ক্রমাগত আসতে থাকবে। সেই সঙ্গে বাড়তে থাকবে আপনার মানসিক অশান্তি। নানান রকম দুশ্চিন্তা ও জটিলতায় আপনি ধীরে ধীরে বিষণ্নতায় আক্রান্ত হবেন।

(ওএস/অ/জুন ১০, ২০১৪)