লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় সীমান্ত কমপ্লেক্সে ফ্রিল্যান্সারস কমিউনিটির আয়োজনে বুধবার সকালে আউটসোর্সিং প্রশিক্ষণ বিষয়ক পিআইটি ট্রেইনিং-এর উদ্বোধন করেন সাংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী এমপি।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রযুক্তি বান্ধব সরকার, শিক্ষিত বেকার যুবক-যুবতীরা প্রশিক্ষন নিয়ে বদলে ফেলতে পারে তাদের ভবিষ্যৎ। আউটসোসিং এর মাধ্যমে নিজেরা স্বাবলম্ভী হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান ও ফ্রিল্যান্সারস কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর সরকার প্রমূখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের ১২০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত করেন।

(জেআই/এএস/আগস্ট ১০, ২০১৬)