লালমনিরহাট প্রতিনিধি : সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সকলকে এগিয়ে আসতে হবে।

আপনাদের এলাকায় যেহেতু চরাঞ্চল রয়েছে সেখানে খেয়াল রাখতে হবে জঙ্গিদের কোন আস্তানা যেন গড়ে উঠতে না পারে। ছাত্র-ছাত্রীরা নিয়মিত কলেজে আসছে কিনা, তাদের আচরনের কোন পরিবর্তন হয়েছে কিনা খেয়াল করতে হবে।

তিনি আরও বলেন, জঙ্গি গ্রুপ আমাদের ছেলে-মেয়েদের বিপথগামী করতে চাচ্ছে। আপনাদের সচেতন হতে হবে। সংস্কৃতিক চর্চ্চার মাধ্যেমে বিপথ গামীদের ফিরাতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে স্বপ্ন দেখতে হবে। পরিশ্রম করতে হবে। তবেই আমরা স্বপ্নের সোনার বাংলা পাব।

তিস্তা কলেজ মাঠে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম আজাদ এর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি এস এম হাবিবুর রহমান হেলাল প্রমুখ।

(জেআই/এএস/আগস্ট ১০, ২০১৬)