মুশফিক মাসুদ, নেত্রকোনা : ‘‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী  ‘‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে আজ বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

পরে বন বিভাগ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল, সহকারী বন কর্মকর্তা আব্দুর রহমান,সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান সহ অন্যান্যরা। এর আগে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা চলবে ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত।



(এমএম/এস/আগস্ট১০,২০১৬)