স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর গ্রেফতারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ।

রুহুল কবির রিজভী অসুস্থতার জন্য আদালতে হাজির হতে না পারায় আজ তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের ৫ নভেম্বর ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করছিলেন দলের নেতা-কর্মীরা। ওই দিন পুলিশের কাজে বাধা প্রদান ও কমলাপুর বাজারের আনারকলি বেকারির সামনে তিনটি ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়। মতিঝিল থানার উপপরিদর্শক কেএম আজিজুল হক বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

(ওএস/এএস/আগস্ট ১১, ২০১৬)