ডেস্ক রিপোর্টার : প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

ইউনুছ আলী আকন্দ জানান, এতে সব সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কেন ব্যাবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

তিনি আরও জানান, রিটে শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বাস্থ্য সচি‌ব, আইন সচিব ও সংসদ সচিবকে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী আরও জানান, রিটে ২০১৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে না মর্মে বিবাদীদের প্রতি রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসকারীর জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ও সর্বনিম্ন ১৪ বছরের কারাদণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে।

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)