দুর্গাপুর(নেত্রকোনা):জেলার দুর্গাপুরে বিরিশিরি ইয়াং ম্যান খ্রিষ্টান এসোসিয়েশান (ওয়াইএমসিএ) মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন নাজিরপুর এডিপি আয়োজিত শিশু ফোরামের নেতাদের ৩দিন ব্যাপি নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে শুক্রবার।

শিশু প্রতিনিধি মিলন আহাম্মেদ এর সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নাজিরপুর এডিপি‘র স্পন্সরশীপ এন্ড সিপি টিমলীডার বাবুল ম্রং।

প্রশিক্ষণে শিশু নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনায় রিসোর্স পারসন হিসাবে অংশ নেন সোসাইটি ফর আন্ডর প্রিভিলেজ্ড ফ্যামিলিজ (সাফ) এর এরিয়া কো-অর্ডিনেটর নিতাই সাহা, কলমাকান্দা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, নাজিরপুর এডিপি‘র সাবেক শিক্ষা কর্মকর্তা এডলফ মারাক।

আলোচনায় অংশ নেন শিশু প্রতিনিধি লিপ্ত কস্তা, ফ্যাসিলিটেটর পান্থ দফু, হেনা আক্তার। প্রশিক্ষণে ১২ টি শিশু ফোরাম থেকে ২৪ জন শিশু প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশ নেন।


(এনএস/এস/আগস্ট১১,২০১৬)