স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত-শ্রীলঙ্কা মাঠে লড়াই করেছে টোয়েন্টি২০ বিশ্বকাপ ফাইনালে। তবে বসে ছিলেন না বাজিকররাও। ফাইনালকে ঘিরে ৪ হাজার কোটি রূপি জুয়া সংঘটিত হয়েছে বলে ধারণা করছে ভারতীয় সংবাদ মাধ্যম।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়েছিল ভারতকে।


ক্রিকেটে ম্যাচ পাতানো ও জুয়া নতুন কিছু নয়, সম্প্রতি আশঙ্কাজনকভাবে জুয়ার পরিমাণ বেড়েছে। ডিএনএ জানিয়েছে, সবমিলিয়ে ৪ হাজার কোটি রুপি লেনদেন হয়েছে ফাইনালকে কেন্দ্র করে।


তবে জুয়ার বাজারে শ্রীলঙ্কার পাল্লাই ভারি ছিল। ভারতের তুলনায় শ্রীলঙ্কার পক্ষেই জুয়া ধরেছেন বেশিরভাগ জুয়াড়িরা।


পুলিশ জানিয়েছে, বাজিকররা এই জুয়ার কাজটি সম্পন্ন করেছেন স্মার্ট ফোনে। এ ছাড়া ভয়েস ম্যাসেজ পাঠিয়েছে তারা সাংকেতিক উপায়ে। একজন জুয়াড়ি বলছিলেন, ‘ভারত টস জিতবে এই ধারণায় ২৫ হাজার রুপি বাজি ধরেছি। আর ভারত চ্যাম্পিয়ন হবে সেখানে ২ লাখ রুপি দিয়েছি।’

(ওএস/পি/এপ্রিল ০৮,২০১৪)