স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়।  রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে।

তিনি বলেন, সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় যা চলছে সেগুলো গণতন্ত্রের জন্য ভয়াবহ অশনি সংকেত। সরকার জঙ্গিবাদের বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে দমন করছে। এতে করে বোঝা যায় রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর রিপার্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। জঙ্গি সন্ত্রাস সবকিছু গণতন্ত্রের অনুপস্থিতের কারণেই সৃষ্টি হয়েছে।’

বিএনপির নেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন সেটা তার অন্তর থেকে দাবি করে দলটির মহাসচিব বলেন, কিন্তু জাতির দুর্ভাগ্য আওয়ামী লীগ কোনো দিনই জাতিকে রক্ষা করার কোনো আহ্বানে সাড়া দেয়নি। বরং তারা জাতিকে বিভক্ত করেছে।

কেবলমাত্র জনগণের সরকার প্রতিষ্ঠিত করার মাধ্যমেই দেশের সকল সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসেন রহমতউল্লাহ, সংগঠনের যুগ্ম-মহাসচিব শামসুল হক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৬)