দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিস আয়োজিত সাধারণ মানুষের ভূমি বিষয়ক গ্রাহক সেবার মান উন্নয়ন মূলক সেবা কার্যক্রম এর উদ্বোধন করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকলেছুর রহমান এর অক্লান্ত পরিশ্রমে সাধারণ মানুষের দোরগোরায় ভূমি গ্রাহকসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই উদ্দ্যোগ। নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকলেছুর রহমান এর ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া সহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এনএস/এস/আগস্ট১২,২০১৬)