কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :স্বপ্নপূরণের পথে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের। শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা থেকে পণ্য খলাসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করবেন। এর পরই খুলে যাবে স্বপ্নের দুয়ার।

সূর্যোদয়ের পর এ ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে গোটা উপকূলীয় এলাকার মানুষ এখন ক্ষণ গণনা শুরু করেছেন। এ কারনে গোটা পটুয়াখালী জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ।

পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা বন্দর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে দেশের আরেক মেঘা প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য ৫৩ হাজার টন পাথর নিয়ে গত ১ আগষ্ট থেকে অপেক্ষা করছে প্রথম পণ্যবাহী জাহাজ এমভি ফরচুন বার্ড। আর এ জাহাজ থেকে পণ্য খালাসের জন্য পায়রা বন্দরে অপেক্ষা করছে কেএসএল গ্লাডিয়েটর, কেএসএল প্রাইড, এমভি টাইগার অব ইষ্টবেঙ্গল-৭, এমভি মেরিন-৫, এমভি মেরিন-৮, এমভি নিউটেক-২, এমভি নিউটেক-৬, এমভি বাংলার সৈনিক-৫, এম ভি ফেকু মিয়া, এম ভি পেয়ারা-৬ সহ ১২ টি লাইটার জাহাজ। এছাড়া সারভাইবাল জাহাজ জেটি সংলগ্ন আন্ধারমানিক নদীতে অপেক্ষা করছে।

পায়রা বন্দরের ভিআইপি জাহাজ এর মাষ্টার জানান, বর্তমানে সব লাইটার জাহাজ পায়রা বন্দর ও তৎসংলগ্ন আন্ধারমানিক নদীতে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শনিবার পায়রা বন্দরের প্রথম অপারেশনাল কার্যক্রমের উদ্ধোধনের পর সব জাহাজ পণ্য খালাসের জন্য এমভি ফরচুন বার্ডের অভিমুখে রওনা হবে। আবহাওয়া ভালো থাকলে দু’একদিনের মধ্যেই পণ্য খালাস সম্পন্ন হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের সচিব মুহাম্মদ রেজাউল কবীর জানান, এ বন্দর থেকে পণ্য খালাস শুরু হলে বন্দরটি সচল হবে এবং পর্যায়ক্রমে এ বন্দরকে ঘিরে গড়ে উঠবে শিল্প কারখানা।
পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান (ট্যাজ) জানান,
এম ভি ফরচুন বার্ড থেকে পণ্য খালাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

পায়রা বন্দর এলাকায় এ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌ-বাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ (ট্যাজ), পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বানিজ্য মন্ত্রনালয়ের সনিয়র সচিব, এনডিসি হেদায়েতুল্লাহ আল মামুন, এন বি আর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব মোঃ শহিদুল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।

স্বাগত বক্তব্য রাখবেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান।






(এমকেআর/এস/আগস্ট১২,২০১৬)