বিনোদন ডেস্ক : সমাজসেবায় বলিউড তারকাদের আনাগোনা নতুন নয়। দীর্ঘদিন অমিতাভ বচ্চন 'পালস পোলিও'র শুভেচ্ছাদূত ছিলেন। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সম্প্রতি আমির খানের সহায়তা নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এছাড়া কিছুদিন আগে গ্রামীণ শৌচাগারের জন্য কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করেছেন বিদ্যা বালান।

আর সেই ধারাবাহিকতায় ভারতের মধ্যপ্রদেশ সরকারের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন 'ড্যান্স কুইন'খ্যাত বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকল্প উন্নয়নে কাজ করবেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন মাধুরী। মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী মাধুরীর হাতে ইতিমধ্যেই নিয়োগপত্র তুলে দিয়েছেন। অচিরেই স্বাস্থ্য উন্নয়নমূলক প্রচারে অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে মাধুরী বলেন, জনস্বার্থে কাজ করতে আমি কখন-ই পিছপা হই না। তাই এর মাধ্যমে আমি মানুষের স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
(ওএস/এএস/জুন ১০, ২০১৪)