গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শনিবার শেষ হয়েছে। সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার। বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপন ও আলোচনা সভার মাধ্যমে প্রধান অতিথি হিসাবে মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এভোকেট নাজিম উদ্দিন আহমেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্চালনায় সমাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত এ হুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, ডিকেআইবি’র সভাপতি উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ। মেলায় নার্সারীতে প্রথম হয় হালিম নার্সারী, ২য় গ্রীণ ও বিন্দু নার্সারী, ৩য় ভাইবোন নার্সারী। স্টল নির্মানে ১ম একটি বাড়ি একটি খামার, ২য় এডরা বাংলাদেশ, ৩য় হর্টিকালচার সেন্টার, ডিউ ও বন বিভাগ।

সেরা পন্য সামগ্রীর জন্য ১ম আবুল কাসেম, ২য় নজরুল ইসলাম, ৩য় গোলাম হোসেন। স্বাগতম ও ম্যাপ রৈীতে গোলাম রব্বানী, ফয়েজ উদ্দিন, সুমন চন্দ্র সরকার। সেরা ব্লক ১ম ফজলুর রহমান আকন্দ, ২য় নুরুন্নাহার বেলী।

(এসআইএম/এএস/আগস্ট ১৩, ২০১৬)