শেরপুর প্রতিনিধি : ‘দক্ষতা বাড়ান আইটি উদ্যোক্তা হোন’-শ্লোগানে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ৫ দিনব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে ‘বাড়ি বসে বড় লোক’ কর্মসূচীর আওতায় ‘অ্যাডভান্সড অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ শিরোনামের এ প্রশিক্ষণটির আয়োজন করে।

এতে শেরপুর সদর, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এসময় প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারী সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চরশ্রীপর গ্রামের বেবী চিশিমকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়। ১০ জুন মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলী প্রধান অতিথি ও নির্বহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান।
(এইচবি/এএস/জুন ১০, ২০১৪)