নড়াইল প্রতিনিধি : নড়াইলে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে সূর্য্যেদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ট নূর মোহাম্মাদ ষ্টেডিয়াম থেকে শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এর আগে জেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু প্রমুখ। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে পুরস্কার বিতরণী আলোচনা সভা, বাদ জোহর মসজিদে মসজিদে জাতির জনক ও তার পরিবার এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্টিত হবে।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা শাখা ও তার অঙ্গসংগঠন সমুহ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে।

এদিকে লোহাগড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, লোহাগড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

(টিএআর/এএস/আগস্ট ১৫, ২০১৬)