রাজবাড়ী প্রতিনিধি : আজ সোমবার ১৫ আগস্ট রাজবাড়ী জেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিক পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন।

সকাল ৮.১০ মিনিটে কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আকবর আলী মর্জি দলীয় কার্যালয়ের সামনে জাতিয় পতাকা উত্তোলন এবং অর্ধনিমিত করা হয়।

এরপর দলীয় কার্যালয়ের রক্তদান কর্মসূচীতে অংশ নেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় পৌর আওয়ামীলীগের নেতা সেফায়েত হোসেন রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচী শেষে দলীয় নেতাকর্মীরা একটি শোক র‌্যালী রেব করে রাজবাড়ী জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে রাজবাড়ী ১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

অন্যদিকে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজ কোন দলীয় কর্মকন্ডে বা কেক কাটার কর্মসূচি ছিল না বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার স্বর্তে জেলা বিএনপির এক নেতা।

(ডিবিডি/এএস/আগস্ট ১৫, ২০১৬)