আন্তর্জাতিক ডেস্ক : গুরুতর সাইবার অপরাধের জন্য কঠোর শাস্তি দেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। এ ধরনের সাইবার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।

ইতিমধ্যে কঠিন এ আইন প্রণয়নের ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুতর সাইবার অপরাধের কারণে যদি কারো মৃত্যু বা শারীরিক ক্ষতি হয় কিংবা জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে মুখে পড়ে, তাহলে অপরাধীর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিদেশি রাষ্ট্রের পারমাণবিক ও রাসায়নিক হামলার হুমকির মতোই সাইবার হামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ আইন তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
আইনটি চালু হলে সাধারণ মানুষ সাইবার অপরাধীর হাত থেকে রেহাই পাবে এবং সাইবার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো চিহ্নিত করা সহজ হবে। তবে এই আইন পুরনো আইনের সঙ্গে মিলে ঝামেলা হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
(ওএস/এএস/জুন ১০, ২০১৪)