স্টাফ রিপোর্টার : আগামী ১৮ জুন শুরু হতে যাচ্ছে ৮ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের প্রদর্শনী ওপর ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে।

এতে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. ইউএসএ (সেমস গ্লোবাল-ইউএসএ) ও সেমস বাংলাদেশ সার্বিক সহযোগিতা করবে।

মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউন্সে সেমস বাংলাদেশ গ্লোবাল গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টার মেহেরুন এন ইসলাম এসব তথ্য জানান।

মেহেরুন এন ইসলাম জানান, অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ বাণিজ্য মেলায় ভারত, পাকিস্তান, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে থাকবে ইলেকট্রনিক, যোগাযোগপ্রযুক্তি, খাদ্য ও প্রানীয়, স্বাস্থ্যসেবা পণ্য, প্রসাধন সামগ্রী, গৃহসামগ্রী, ফ্যাশন ও আনুসাঙ্গিক, কারু ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী।

(ওএস/এটিআর/জুন ১০, ২০১৪)