মাদারীপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আস্তর এর আয়োজনে সোমবার দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্তরের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান আতিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও আস্তরের উপদেষ্টা সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম খান, সঞ্জয় কর্মকার অভিজিৎ, মেহেদী হাসান সোহাগ, অজয় কুন্ডু, আরিফুর রহমান।

চিত্রাংকন প্রতিযোগিতায় ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দুই বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ স্থান নির্বাচন করে ৮ জনকে পুরস্কার দেয়াসহ সকল অংশগ্রহণকারীদের উপহার দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে আস্তরের ২০০২ সালের প্রথম ব্যাচের ছাত্রী আমান্না হাওলাদার পন্থিকে সংবর্ধনা দেয়া হয়। সে এবছর নৌবাহিনীতে লং কোর্সে ট্রেনিং ও ট্রেনিং শেষে কর্মকর্তা হিসেবে চাকুরীর সুযোগ পাওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, শুরু থেকেই আস্তর নামের এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে সঠিক নিয়ম মতো শিশুদের চিত্রাংকন শিখিয়ে আসছেন দেশের অন্যতম ভাস্করশিল্পী আতিকুর রহমান আতিক।

(এএসএ/এএস/আগস্ট ১৬, ২০১৬)