বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্নাঙ্গ রেলস্টেশন চালু , সপ্তাহে সাত দিন গ্রন্থাগার খোলাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার বেলা ১টার দিকে ওই মিছিল বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনটির সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গৌতম কর, জুনায়েদ হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিবেন বলে হুশিয়ার করে দেন।। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেন।

উল্লেখ্য, চলমান আন্দোলন এর অংশ হিসেবে ৫ দফা দাবির পক্ষে প্রায় দুই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করেন তারা।





(এমএসএস/এস/আগস্ট১৭,২০১৬)