মাদারীপুর প্রতিনিধি : সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শদনে এসে বলেন, আগামী ডিসেম্বরে পদ্মাসেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে। এরপরেই সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর। এখানে প্রতিষ্ঠিত হবে বিভিন্ন ধরণের শিল্প কলকারখানা।

এসময় মন্ত্রী শিবচর উপজেলা বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য নুর-ই- আলম চৌধুরী লিটন, পদ্মা সেতুর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

(এএসএ/এএস/আগস্ট ১৭, ২০১৬)