ঘাতক

১৭৫৭ থেকে ১৯৭৫ সোয়া দু'শো বছর,
রক্তসুতায় ছিল গাঁথা বেনীয়া-দেশদ্রোহী-বিশ্বাসঘাতক। যুগে যুগে কালে কালে ভিন্ন ভিন্ন বেশে ইতিহাসের কালো পাতায় বেইমানরা আসে।

ঈমানদার সাজে সেরা শয়তান যেমন মোস্তাক, মীরজাফর বাঁকা চোখে দেখলো তেমন কাশেম মীর, জিয়াউর।

নবাবের ঘরের লম্পট দুলাল দাপট নিয়ে ঘুরে
মিলন, ডালিম টগবগিয়ে
নারীর পিছন ধরে।

ভগবানগোলার আজমেরী গোলাম বাবা ধর্মগুরু ভন্ডপীর, মিষ্টি কথায় ভ্রান্তি ছড়ায় নত করে সুর ও শির।

কেবল ক্ষমা করা যায়; বিশ্বাস করা যায়না। বিশ্বাস ঘাতক, শুধুই ঘাতক; তাকে মানুষ ভাবা মানায় না।