কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের “পরিবেশগত ও আর্থ সামাজিক প্রভাব নিরূপন” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রুরাল পাওয়ার কোম্পানির (আরপিসি) ব্যবস্থাপনায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস আয়োজন করে এ সভার। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আরপিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. সেলিম ভুইয়া, সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, বিলকিচ জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, মোঃ বাহাদুর, গাজী কামরুল ইসলাম তরুন প্রমুখ। প্রকল্প বিষয়ক কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিবেশ বিশেষজ্ঞ প্রণব কুমার হালদার। উল্লেখ্য, ধানখালীতে লোন্দা মৌজায় ৯১৫ একর জমির ওপর বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হবে। এ লক্ষ্যে প্রথমে জমি অধিগ্রহন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সভায় আরপিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো.সেলিম ভুইয়া, জানান, প্রথমে জমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে পুনর্বাসনের জন্য ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যার উপরে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের নীতিমালা অনুসারে বাড়িঘর থেকে সবকিছু করে দেয়া হবে। এছাড়া সব ধরনের পরিবেশ নীতিমালা রক্ষা করে প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। কলাপাড়ার ধানখালীতে এটি হচ্ছে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

(এমকেআর/এএস/আগস্ট ১৮, ২০১৬)