গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবাহমান সরকারি খাল বন্ধ করে রাস্তা নির্মাণ করায় কোটালীপাড়া পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক কলেজ ছাত্র।

বৃহস্পতিবার গোপালগঞ্জ আমলী আদালত গ-অঞ্চলে জনস্বার্থে মামলাটি দয়ের করেন স্থানীয় কলেজের ছাত্র সাদ্দাম হোসেন।

মামলার বাদী সাদ্দাম হোসেনের দায়েরকৃত মামলায় জানা গেছে, উপজেলার কোটালী মৌজায় প্রবাহমান খালে কোটালীপাড়া পৌরসভা মেয়র পৌরসভার উন্নয়ন মূলক কাজের আওতায় রাস্তা নির্মানের কাজের ওয়ার্ক ওর্ডার দিয়েছেন জনৈক ঠিকাদারকে। কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মিজানুর রহমান। এ সংক্রান্ত কোটালীপাড়া উপজেলা ভুমি অফিসের সরেজমিন তদন্ত প্রতিবেদন পাবার পর সরকারি খালের ভুমি অপদখল রোধ কল্পে জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছেন ওই ছাত্র।

কোটালীপাড়া পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরা বলেছেন, আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে শুনেছি। তবে যেখানে রাস্তা নির্মান হচ্ছে সেখানে কোন খাল নেই। সরজমিনে তদন্ত করলে তা দেখা যাবে। আমাকে হেয় করার জন্য এবং সরকারি উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

(পিএম/এএস/আগস্ট ১৮, ২০১৬)