স্টাফ রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের অগ্রগতি মেনে নিতে পারে না তাদের সঙ্গে কোনো আপোস নয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয় চত্বরে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, একটি জাতির জন্য একজন মানুষের পক্ষে যা কিছু দেওয়া সম্ভব বঙ্গবন্ধু তার সবটুকুই দিয়ে গেছেন। যারা জননেত্রী শেখ হাসিনার ওপর, তার সরকারের ওপর বারবার আঘাত করতে চায়, তারা বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা এবং অগ্রগতিকে মেনে নিতে পারে না তাদের সঙ্গে কোনো আপোস হতে পারে না।

তিনি বলেন, পৃথিবীর মানচিত্রে বঙ্গবন্ধুর বাংলাদেশ অনেক উঁচুতে যাবে। কোনো যড়যন্ত্র এ অগ্রযাত্রা থামাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা একজন মানুষ। এ দেশের মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছিল। তিনি পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা এবং নির্যাতনের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করেছেন। এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন’।

স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু প্রণীত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতির পিতা দেশের জন্য অনেক পরিকল্পনা করেছিলেন। একটি জাতির কাছে বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা কিংবা নেপোলিয়ন বোনাপার্টের মত নেতা বারবার আসেন না, একবারই আসেন।

পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী, এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, জুয়েনা আজিজ, আইএমইডি’র সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং বিআইডিএসের মহাপরিচালক ড. কেএএস মুর্শেদ।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৬)