আজাদ বঙ্গবাসী

আমি একজন আঙুল তোলা নেতার কথা বলছি
বলছি সেই আপোষহীন বীরের কথা
যার তর্জনীর ইশারায় - জন সমুদ্রের ভাঙে বাঁধ,
মুক্তিপণের জোয়ারে
স্লোগানে স্লোগানে গর্জে উঠে স্বদেশ।

আমি সেই প্রতিবাদী কণ্ঠের কথা বলছি
বলছি যেনো- 'যা কিছু আছে তাই দিয়ে
শত্রুর মোকাবিলা করতে হবে।
রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বা
ইনশাআল্লাহ।'

আমি সেই মুক্তিপাগল কালজয়ী পুরুষের কথা বলছি-
যার তর্জনীর ইশারায় অকাতরে
ঢেলে দিলো কত আত্মত্যাগি প্রাণ।

যুদ্ধ যুদ্ধ খেলার মাতম শেষে
শত্রু হননে জেগে উঠল একটি মানচিত্র
জেগে উঠল একটি রক্তস্নাত দেশ
প্রিয় আমার পতাকা! প্রিয় আমার বাংলাদেশ!

আমি সেই বাংলার গর্জিত পিতার কথা বলছি
আমি শেখ মুজিবের কথা বলছি।