আন্তর্জাতিক  ডেস্ক :মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াক্যানে গেল বছর একটি খামারে কেন্দ্রীয় পুলিশ ২২ জন ব্যক্তিকে হত্যা করে বলে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে।পুলিশের সঙ্গে বিবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে কমিশন জানিয়েছে।

বিবিসি বলছে, ২০১৫ সালের মে মাসে তানহুয়াতো শহরের ওই খামারে সংঘর্ষের ব্যাপারে মানবাধিকার কমিশন তদন্ত করেছে।
একটি মাদকচক্রের সঙ্গে ওই সংঘর্ষে সন্দেহভাজন মোট ৪২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

তবে কমিশনের দাবি, নিহতদের মধ্যে ২২ জনের হত্যাকাণ্ড সাজানো হতে পারে।
দেশটির সরকার জানিয়েছে, সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।
সংঘর্ষটি মাদককেন্দ্রিক বলে ধারণা করা হয়েছিল। কর্মকর্তারা বলেছেন, স্থানীয় দুটি মাদকচক্রের মধ্যে সংঘর্ষের জেরে নিহতের এই ঘটনা ঘটেছে।

একই সময় পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, নিহতরা ওই দুই মাদকচক্রের একটির সদস্য বলে ধারণা করা হচ্ছে।

মানবাধিকার কমিশন তাদের তদন্তে নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ৪০ জন গুলিতে, একজন আগুনে অপর একজন পালাতে গিয়ে মারা গেছেন।

কমিশনের তদন্তে আরো বলা হয়, অন্ততপক্ষে দুজন ব্যক্তি পুলিশের নির্যাতনের স্বীকার হয়েছেন এবং কয়েকটি লাশ অন্যান্য স্থানে সরিয়ে নিয়ে তাদের হাতে আগ্নেয়াস্ত্র রাখা হয়।

স্থানীয় মাদকচক্রগুলোর মধ্যে বিবাদের কারণে মিচোয়াক্যান মেক্সিকোর সবচে সংঘর্ষপ্রবণ রাজ্যে পরিণত হয়েছে।

(ওএস/এস/১৯ আগস্ট, ২০১৬ )