মনপুরা (ভোলা) প্রতিনিধি :ভোলার মনপুরা উপজেলার মেঘনায় পাঁচ জেলেকে অপহরণ করেছে হাতিয়ার জলদস্যু বাহিনী।
 

শুক্রবার ভোররাতে বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরা অবস্থায় ওই পাঁচ জেলে অপহৃত হন। আটক জেলেদের ছাড়িয়ে আনতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যু বাহিনীর প্রধান।

মনপুরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, ‘প্রায়ই হাতিয়ার জলদস্যুরা মনপুরা মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় হামলা চালিয়ে জেলেদের জিম্মি করে আটকে রেখে মুক্তিপণ আদায় করে। গত রাতেও একই ঘটনা ঘটেছে। সাধারণ জেলেরা আতঙ্কে রয়েছেন।’

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, ‘খবর পেয়েছি। আমরা নদীতে ডিউটি করার মত জলযান (ট্রলার) না থাকায় তেমন কোনো ব্যবস্থা নিতে পারছিনা। আমি বিষয়টি দেখছি।

উল্লেখ্য, প্রায়ই মেঘনায় মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হচ্ছেন জেলেরা। প্রতিনিয়ত জলদস্যুদের তাণ্ডবে জেলেরা মেঘনায় মাছ ধরতে সাহস পাচ্ছেন না। লাখ টাকার জাল ও ট্রলার নিয়ে তারা আতঙ্কে আছেন। মুক্তিপণের অর্থ আদায় না হওয়া পর্যন্ত আটক জেলেদের ওপর ব্যাপক নির্যাতন করা হয়। আতঙ্কে পরিবারের লোকজন জলদস্যু বাহিনীর কাছে মুক্তিপণের টাকা পাঠিয়ে দিচ্ছেন জলদস্যুদের দেয়া বিকাশ নম্বরে। আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীরাও আতঙ্কে আছেন। প্রশাসনকে জানালে তারাও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ রয়েছে। যে কারণে জলদস্যুদের হামলার ভয়ে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।


(ওএস/এস/১৯ আগস্ট, ২০১৬ )