পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :এইচএসসি পরীক্ষার ফলাফলে পীরগঞ্জ উপজেলায় পরপর ৪ বার শীর্ষ স্থান দখল করলো নন-এমপিওভুক্ত কে.জে ইসলাম বালিকা স্কুল ও কলেজটি। কলেজটি উপজেলায় সর্বোচ্চ পাশের হার ধরে রেখেছে।

জানা গেছে, ১৯৯৫ সালে উপজেলার শানেরহাটে কে. জে ইসলাম বালিকা স্কুল প্রতিষ্ঠার পর ২০১১ সালে সেটিতে কলেজ পর্যায় অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করা হয়। বিগত ২০১৩ সালে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৮ টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করে। এরমধ্যে নন-এমপিওভুক্ত কে.জে ইসলাম বালিকা স্কুল ও কলেজও ছিল। ২০১৪ ও ২০১৫ সালেও এইচএসসি পরীক্ষার ফলাফলেও কলেজটিতে উপজেলায় সর্বোচ্চ পাশের হার ছিল। ২০১৬ সালে এই কলেজ থেকে ৯৮ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়ে ১১ জন জিপিএ- ৫ সহ ৯৬ জন কৃতকার্য হয়ে উপজেলায় শীর্ষে রয়েছে। এবারে পাশের হার ৯৮ শতাংশ এবং সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। কলেজটির অধ্যক্ষ এটিএম আকতারুজ্জামান বলেন- পরপর সাফল্য ধরে রাখা খুব কষ্ট। কলেজ শাখার ১৯ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত না হওয়ায় (১৫ জন শিক্ষক, ১ জন প্রদর্শক ও ৩ জন কর্মচারী) তারা মানবেতর জীবন যাপন করছে। ২০১৫ সালে আমাদের প্রতিষ্ঠানটি উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ায় জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী পুরু®কৃত করেন।

অপরদিকে সম্প্রতি জাতীয়করনকৃত উপজেলা সদরের শাহ আব্দুর রউফ কলেজে এবার এইচএসসিতে পাশের হার ৫৪ শতাংশ।




(জিকেবি/এস/১৯ আগস্ট, ২০১৬ )