লিসবন থেকে সেলিম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর রহমান ও তার পরিবার বর্গের হত্যা দিবস উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগ উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান আলোচক সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম, এ,গনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক। সেরা মুক্তিসংগ্রামী, সেরা রাষ্ট্রনায়ক। জননন্দিত নেতা হিসেবে তার তুলনা ছিলেন নিজেই।

দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বোধ তাকে মহীরুহে পরিণত করেছিল। ব্যক্তি শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাঙ্গালির অবিসংবাদিত নেতা। তাই তো তিনি তিনি চির জাগ্রত বাঙালির মানস পটে। বিশেষ অতিথি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক বলেন , বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা সারা বাংলার জনগণের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাপ্ত করতে হবে।

যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সহসভাপতি অধ্যাপক আবুল হাসেম বলেন, বাঙালি জাতির মহানায়ক বঙ্গবনধু ইতিহাসের স্রষ্টা ও সৃষ্টির নায়ক। পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ বলেন, দুঃসময়ে যেমন বঙ্গবন্ধুর সৈনিকরা ঐক্যবদ্ধ ছিল তেমনি আজকে আমাদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আগামীতে প্রবাসে অবস্থানরত জাতির জনক শেখ মুজিব এর খুনিদের দেশে ফিরিয়ে এনে কার্যকর করার জন্য প্রবাসে আওয়ামী লীগ এর সকলকে আন্তর্জাতিক নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আহবান জানান। পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে শওকত ওসমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মহসিন, ফরহাদ মিয়া, মাহবুব, দেলোয়ার, বাবলু, মিথুনসহ আরো অনেকে।

(ওএস/এএস/আগস্ট ১৯, ২০১৬)