বিরহী সুর

অব্যক্ত বেদন
করছে খেলা
স্মৃতির মেলায়
ভুলের ভেলা।

বিষণ্ণ কায়া
কষ্টের ভৃত্য
অভ্যস্ত বিরহে
কান্নার নৃত্য।

অপ্রাপ্তির বৈঠা
উল্টোদিকে বায়
পাতাঝরে পথে
বাউল গায়-
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়...


সময়ের ব্যবচ্ছেদ

একদিন সাজানো স্বপ্ন ছিল দু'চোখ ভরে
সুপ্ত দরজার ওপাশে ছিল মায়াভরা প্রেম
ছদ্মবেশী প্রেতাত্মার ছায়ায় হঠাৎ ছিন্নমূল
আজ আমি দমের পুতুল, ঘুমঘোরে চলি।

অস্ফুট ব্যথারা কান্নার বাসর সাজায়
রূপক আশা; হারিয়ে গেছে তেপান্তরে
মরেও বেঁচে আছি, বাঁচতে হবে বলে
চলতে হবে, চলি; অনন্তের পথে...।

ভেতরে নিত্য পাড় ভাঙার শব্দ শুনি
আর দেখি ঢেউয়ের সে কি মাতম!
খুঁড়িয়ে খুঁড়িয়ে বয়ে চলে সময়...
ঘুমিয়ে জেগে আছি নিঃসঙ্গ আমি।

আমরা প্রয়োজনের বীজ ফুটাই...
বসুধার আদিগন্ত আকাঙ্ক্ষার চরে।