নিউজ ডেস্ক : গত ছয় মাসে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির অভিযোগে ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার। এ দফায় ২ লাখ ২৫ হাজার অ্যাকাউন্ট নিয়ে ২০১৫ সালের মাঝামাঝি থেকে মোট ৩ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার।

এছাড়া কোনো অ্যাকাউন্টের বিষয়ে কেউ রিপোর্ট করলে তা আরো অল্প সময়ের মধ্যে স্থগিত করার বিষয়েও কাজ করছে টুইটার। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বলছে, স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলোর মালিকরা যেন আবার অন্য অ্যাকাউন্ট নিয়ে ফিরে আসতে না পারে সে বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে।

এরআগে অনেকে সমালোচনা করতেন, যে সন্ত্রাসের বিস্তার রোধে টুইটার কার্যকরী কোনো ব্যবস্থা নেয় না।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০১৬)