টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা জঙ্গি কোনো গোষ্ঠীর সদস্য। উপজেলার টেলকি এলাকায় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি চেকপোস্টে হামলার চেষ্টার সময় গুলিতে এ ঘটনা ঘটে, যারা জঙ্গি বলে পুলিশের ধারণা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, ১ আগস্ট উপলক্ষে দেশে জঙ্গি হামলা ও মধুপুর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় হামলা হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ভোরের দিকে মোটর সাইকেলে আসা দুই যুবককে থামার সংকেত দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

এ সময় মোটরসাইকেলে থাকা যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও চাপতি দিয়ে হামলা চালায়। এতে আহত হন এক পুলিশ সদস্য। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে, এতে দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত দুই যুবকের কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুটি চাপাতি ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করার কথাও বলেছে পুলিশ। ওসি অশোক কুমার সিংহ বলেন, ধারণা করা হচ্ছে, নিহতরা কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে।






(ওএস/এস/আগস্ট ২১, ২০১৬)