আলাউদ্দিন হোসেন

ভাদ্র-আশ্বিন দুই মাস
হয় শরৎকাল,
এ সময় গাছে গাছে পাকে কাঁচা তাল।

এ সময় সাদা মেঘ
থাকে নীল আকাশে,
সাদা বক উড়ে বেড়ায় দক্ষিনা বাতাসে।

শরৎকালে গাছে গাছে
ফোটে শিউলি ফুল,
কাঁশ বনে ভরে ওঠে নদীর দুকূল।

শরতের বাতাসে কাঁশ ফুল দোলে,
দোল খেয়ে কাঁশফুল
পরে নদীর জলে।

শরৎকালে খালে-বিলে
ফোটে শাপলা ফুল,
কাঁশ বনে ভরে ওঠে নদীর দুকূল।

গাছে গাছে তাল পাকে
তাল খেতে পিঠা,
তাল দিয়ে ভাজে বড়া
ভাজে তালের পিঠা।














(এএইচ/এস/আগস্ট ২১, ২০১৬)